৮৪ সদস্যের কমিটি নিয়ে ছাত্রদল নেতার দৃষ্টি আকর্ষণ পোস্ট


আব্দুর রহিম, নোসক প্রতিনিধি
: নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সদ্যঘোষিত ৮৪ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি আক্তারুজ্জামান বিশাল। সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এই কমিটির অধিকাংশ সদস্য কে কাকে চেনে না, এমনকি কেউ জানেও না তারা কীভাবে কমিটিতে এসেছে।”

পোস্টে তিনি অভিযোগ করেন, যারা বিগত এক বছর ধরে ছাত্রদলের মাঠের রাজনীতিতে ছিলো না, বরং সংগঠনের কর্মকাণ্ডে অনুপস্থিত ছিলো, তাদের অনেকেই এবার কমিটিতে স্থান পেয়েছে। অথচ যারা নিয়মিত ক্যাম্পাসমুখী, সংগঠনের জন্য নিবেদিত এবং দলের দুঃসময়ে সক্রিয় ভূমিকা রেখেছে, তারা অবমূল্যায়নের শিকার।

আক্তারুজ্জামান বিশাল বলেন, “নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের ইতিহাসে এমন বড় আকারের কমিটি আগে কখনো দেখা যায়নি। অথচ এই কমিটির ৮৪ জনের মধ্যে বাস্তবে মাঠে দেখা যায় মাত্র হাতে গোনা কয়েকজনকে। কমিটি ঘোষণার প্রায় এক মাস পেরিয়ে গেলেও আমরা তাদের অধিকাংশকে এখনো চিনতে পারিনি।”

তিনি আরও বলেন, “ছাত্রদলের দায়িত্ব শুধু ঘরে বসে পদ গ্রহণ নয়, বরং ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি, নিয়মিত ক্লাসে অংশগ্রহণ এবং সংগঠনের আদর্শ ছড়িয়ে দেওয়াই হচ্ছে একজন প্রকৃত ছাত্রনেতার কাজ। বর্তমানে যারা অবমূল্যায়নের শিকার হয়েছে, তারা ঠিকই সংগঠনের কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও থাকবে।”

আক্তারুজ্জামান বিশাল তার পোস্টে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং দলের অভিভাবক তারেক রহমানের প্রতি আহ্বান জানান, যেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের এই কমিটি ও এর কার্যকারিতা পুনর্মূল্যায়ন করা হয় এবং সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী জবাবদিহিতার ব্যবস্থা নিশ্চিত করা হয়।

 গত ২৩ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রকাশিত কমিটিতে আক্তারুজ্জামান বিশালকে সহ-সভাপতি করা হয়। এর আগে তিনি একই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ছাত্রদল নেতা আক্তারুজ্জামান বিশালের এই পোস্টটি প্রকাশের পর ছাত্রদলের বিভিন্ন স্তরে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

নবীনতর পূর্বতন