রহমান রাজিব, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি )গুচ্ছভুক্ত ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির সি ইউনিট (ব্যবসায় শিক্ষা) এর ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে দেশের ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোট ৮৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন
পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর , ট্রেজারার পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। ক্যাম্পাসে মোতায়েন করা হয় পুলিশ , আনসার সদস্য এবং ভ্রাম্যমাণ আদালত।
শিক্ষার্থীদের সহযোগিতায় প্রক্টরিয়াল বডি, বিএনসিসি, রোভার স্কাউট, স্বাস্থ্য ও তথ্য কর্নার এবং ছাত্র সংগঠনগুলোর হেল্প ডেস্ক সক্রিয় ভূমিকা রাখে।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান,পরীক্ষা অত্যান্ত সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে এবং পরিবেশ অনেক ভালো ছিল।শিক্ষকরা অত্যান্ত সহায়ক ছিল।এছাড়া আমাদের পরীক্ষার সীট খুঁজে পেতে বিএনসিসি সেনা ও নৌ শাখা অনেক সহায়ক ভূমিকা পালন করছে।
কেন্দ্রের সুশৃঙ্খল পরিবেশ ও সেবামূলক ব্যবস্থাপনায় অভিভাবক ও পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।