ইবি প্রতিনিধি: গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসন ও নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ঘণ্টাব্যাপী শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের সামনে এবং ডায়না চত্বরের পশ্চিম পাশে সড়কের ধারে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইবি উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
তিনি বলেন, “ফ্রি ফিলিস্তিন—এই স্লোগান এখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের হৃদয়ের ভাষা। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল যেভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন। আমরা হতবাক, ক্ষুব্ধ ও ব্যথিত। আমি তীব্র নিন্দা জানাই দখলদার ইসরায়েল, তাদের মদদদাতা রাষ্ট্র এবং নিষ্ক্রিয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি।”
তিনি আরও বলেন, “শুধু সাধারণ মানুষ ও ছাত্রসমাজ প্রতিবাদ করছে, কিন্তু রাষ্ট্রনায়কেরা নীরব। এটি অত্যন্ত লজ্জাজনক। আজকের মুসলিম সমাজের ঈমানি ও নৈতিক দায়িত্ব—মানবতা রক্ষা করা, ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ফিলিস্তিনকে রক্ষা করা। ইসরায়েল শুধু প্যালেস্টাইনের নয়, মানবতারও শত্রু। এখনই সময়, একযোগে প্রতিরোধ গড়ে তোলা—ক্র্যাশ ডাউন ইসরায়েল, এটাই হওয়া উচিত আমাদের মূলমন্ত্র। আমরা এই গণহত্যার বিচার চাই।”
সমাবেশে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সমাবেশ শুরু হয় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশরাফীর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠের মাধ্যমে। শেষাংশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আশরাফ উদ্দীন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. রাজিবুল ইসলাম।
শাটডাউন কর্মসূচিতে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের সব স্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।