ইসরায়েলের বিরুদ্ধে বাকৃবি ছাত্রসমাজের সরব অবস্থান, পণ্য বর্জনের আহ্বান

বাকৃবি প্রতিনিধি
: গাজায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলের চালানো বর্বর গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কেআর মার্কেট এলাকা প্রদক্ষিণ করে শেষ হয় সমাবর্তন চত্বরে গিয়ে।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘’ "ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি", "বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো", "উহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার", "নেতা নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে"—এই ধরনের প্রতিবাদী স্লোগানে মুখর ছিলেন।

বিক্ষোভ মিছিলে অংশ নেয় বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা ফিলিস্তিনের মুক্তি ও ইসরায়েল কর্তৃক গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য রাখেন।

বাকৃবির দ্বীনি কমিউনিটির সদস্য মো. মারুফ বিল্লাহ বলেন, "আমরা যখন সোশ্যাল মিডিয়াতে আসি আমাদের চোখে পানি চলে আসে ইসরাইলের বর্বরতা দেখে। কিন্তু এই অবস্থায় আমদের সামর্থ্য নেই আমাদের ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে এক হয়ে যুদ্ধ করতে। আমরা অনেক অনেক মাইল দুর থেকে একমাত্র তাদের জন্য দোয়া করতে পারি।"

তিনি আরো বলেন, "ইসরাইলি প্রতিষ্ঠান গুলো তাদের বিজনেস এমনভাবে ডেভেলপ করছে যে তাদের প্রোডাক্ট এর বেনিফিট থেকে যুদ্ধ চালিয়ে আসছে যা আমাদের বুঝতে হবে। এমনকি বিশ্ববিদ্যালয়ের অনেক প্রোগ্রামেও ওই সকল প্রোডাক্ট দেখা যায়। তাই আমাদের এসব পণ্য বর্জন করতে হবে।"

এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, 'আজ আমরা এমন এক সময়ে উপস্থিত হয়েছি, যখন গাজার একজন সাধারণ মানুষও রাতে শান্তিতে ঘুমাতে পারে না। শিশুরা কাঁদছে তাদের মায়ের জন্য, ইসরাইলের বর্বরতায় ছিন্নভিন্ন লাশ উড়ে বেড়াচ্ছে। বাতাসে ভাসছে বারুদের গন্ধ, লাশের গন্ধ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কোনো মানুষ, কিংবা মুসলিম বিশ্বের কোনো মানুষও চুপ থাকতে পারে না। যারা এই হত্যাযজ্ঞের বিচার চাইবেন না এবং এখনো ইসরাইলি পণ্য ব্যবহার করছেন, তাদেরও ইসরাইলের সঙ্গে একত্রে বয়কট করা উচিত।' 

তিনি আরো বলেন, 'বাকৃবির প্রশাসনসহ সকলের প্রতি আমার পরামর্শ থাকবে—একটি লিফলেট তৈরি ও বিতরণ করা হোক, যার এক পাশে থাকবে "কেন ইসরাইলি পণ্য বর্জন করব", এবং অন্য পাশে থাকবে ইসরাইলি পণ্যের একটি তালিকা। এভাবে ইসরায়েলি পণ্য বর্জন করতে আমাদের সুবিধা হবে।

Cookie Consent
We serve cookies on this site to optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.