ইবিতে বর্ষবরণ উদযাপন ৩ বৈশাখ, ১৬ এপ্রিল


সংগীত কুমার, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বাঙালির ইতিহাস-ঐতিহ্য, ইসলামী মূল্যবোধের আলোকে সজ্জিত হয়ে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আগামী ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (১৬ এপ্রিল ২০২৫, বুধবার) বাংলা বর্ষবরণ উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

এদিন প্রাতঃকালীন সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হবে এবং শোভাযাত্রা শেষে ‘বাংলা মঞ্চে’ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছে।

আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুর ১২টায় শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত।  

অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনজুর রহমান এবং সদস্য-সচিব মো. শামীম আকতার।  

বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলা হয়েছে, প্রত্যেক বিভাগ ও দপ্তরের অনুসরণীয় ব্যানারের সাইজ নির্ধারণ করা হয়েছে ১২ ফুট বাই ৩ ফুট।

নবীনতর পূর্বতন