রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আজ ২৬ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হলো "সি" ইউনিটের ভর্তি পরীক্ষা। ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই জীবনের নতুন সম্ভাবনার খোঁজে হাজারো শিক্ষার্থী ছুটে আসে এই ঐতিহ্যবাহী ক্যাম্পাসে।
মাঠ-প্রাঙ্গণ থেকে শুরু করে কেন্দ্রের করিডোর—প্রত্যেক কোণে ছিলো আলাদা এক উত্তেজনা, কিছুটা ভয়, আবার অফুরন্ত আশা। শিক্ষার্থীদের চোখে ছিলো বড় হয়ে ওঠার স্বপ্ন, আর অভিভাবকদের চোখেমুখে লুকানো একরাশ প্রার্থনা। এতদিনের পরিশ্রম, কষ্ট আর অপেক্ষার ফল আজকের এই পরীক্ষায় ধরা দিলো।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ও যথাযথ ব্যবস্থাপনায় পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার জন্য বিশেষ নিরাপত্তা ও সেবা টিমও কাজ করেছে।
পরীক্ষা শেষে এক শিক্ষার্থী জানায়, "রাবিতে পড়ার স্বপ্ন নিয়ে এসেছি। আজ জীবন থেকে যেন আরেকটি বড় লড়াই পার করলাম। এখন অপেক্ষা ফলাফলের।"আজকের দিনটি ছিলো শুধু একটি ভর্তি পরীক্ষা নয়—ছিলো সাহস, স্বপ্ন আর নিরন্তর প্রচেষ্টার এক অনুপম উদাহরণ।