ইবি প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জুঁই নামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে মুখাবয়ব এসিড দিয়ে ঝলসে দেওয়া দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছে নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থানের পর এতো ধর্ষণের পরেও সরকার কেন পদক্ষেপ নেয় না? এই দুর্বল প্রশাসন কবে সজাগ হবে? বাংলাদেশের ছাত্ররা পড়াশোনা করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাঁদের কাজ আন্দোলন বা সমাবেশ করা নয়। কিন্তু আমরা বাধ্য হয়েছি আজকে এখানে দাঁড়ানোর জন্য।”
বক্তারা আরো বলেন, “আমরা ইতোপূর্বে এরকম অনেক ঘটনা ঘটতে দেখেছি। কিন্তু সঠিক বিচার না হওয়ায় কারণে এ অবস্থা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাব, এ ঘটনার সাথে জড়িত সকল দোষীকে অতি দ্রুত বিচার আওতায় আনা এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি, আপনি অতি দ্রুত বিচার, আইনের সংস্কার করুন। এ ধরনের ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা করুন।”
নাটোর জেলা কল্যাণের উপদেষ্টা ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, “আমরা এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই। যে রাষ্ট্র ব্যবস্থায় সকল বয়সী ও ধর্মের মানুষ নিরাপদে থাকবে— রাষ্ট্রের কাছে এই প্রত্যাশাই করি।”
তিনি আরো বলেন, “যে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাঁরা যেন এ ধরনের প্রতিবাদ চালিয়ে যায় যতক্ষণ না পর্যন্ত আমরা নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে না পারছি।”