খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) এর ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
চলতি বছর ‘এ’ ইউনিটে মোট ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৬৮৫ জন আবেদন করেছেন। এর ফলে প্রতি আসনের জন্য গড়ে ৯৭ জন করে শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
প্রথমবারের মতো খুলনা ছাড়াও ঢাকা ও রাজশাহীতে পরীক্ষার ব্যবস্থা করা হয়। খুলনায় পরীক্ষা নেওয়া হয় খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে। এখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ১১ হাজার ১৫৬ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৫৬০ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ৩০ থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ‘বি’ ইউনিট (জীববিজ্ঞান স্কুল) এর ভর্তি পরীক্ষা। একই দিন বিকাল ৪টা ৩০ থেকে সাড়ে ৫টা পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের ‘ড্রইং পরীক্ষা’ অনুষ্ঠিত হয়।
পরীক্ষাগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা প্রস্তুতি গ্রহণ করে। পরীক্ষার্থীদের সহায়তায় পর্যাপ্ত নিরাপত্তা, স্বেচ্ছাসেবক ও তথ্যকেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছিল।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে এবং এরপর নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু হবে।