গাজায় গণহত্যার প্রতিবাদে শাটডাউনে ইবি প্রশাসন


ইবি প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর সন্ত্রাসী আগ্রাসন ও নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। আগামী বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শাটডাউন প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

গতকাল রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর অব্যাহত বর্বর সন্ত্রাসী আগ্রাসন ও নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার মজলুম ফিলিস্তিন জনগণের প্রতি সংহতি জানাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী ৯ এপ্রিল বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সর্বাত্মক শাটডাউন প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানিয়েছেন।

এদিকে দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নবীনতর পূর্বতন