মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি: কুয়েটের শিক্ষার্থীদের ওপর দমনমূলক মিথ্যা মামলার প্রতিবাদ ও 'March for KUET' কর্মসূচির প্রতি মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেছে। আজ ১৫ই এপ্রিল,২০২৫ তারিখে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রকাশিত এক ঘোষণাপত্রে এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয় যে, মেরিটাইমের সাধারণ শিক্ষার্থীরা কুয়েটের শিক্ষার্থীদের উপর চালানো দমনমূলক ব্যবস্থা , নিপীড়ন এবং মিথ্যা মামলা দায়েরের ঘটনার প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছে। কুয়েটের শিক্ষার্থীদের বিরুদ্ধে যেসব অযৌক্তিক ও অন্যায্য পদক্ষেপ নেওয়া হয়েছে তা শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার পরিপন্থী।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয় যে, শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করা প্রতিটি শিক্ষার্থীর মৌলিক অধিকার। অথচ প্রশাসনের ভূমিকা এখানে ছিল একতরফা, কর্তৃত্ববাদী ও শিক্ষাবান্ধব পরিবেশের পরিপন্থী। মিথ্যা মামলা, হুমকি ও দমনপীড়নের মাধ্যমে যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, তা দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিবৃতিতে কুয়েটের শিক্ষার্থীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, নিপীড়ন ও হেনস্তার অবসান এবং শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।