যুক্তরাষ্ট্রের হ্যামিল্টন বিশ্ববিদ্যালয়ে চ্যান্স পেলো নোয়াখালী কলেজের রেদোয়ান

আব্দুর রহিম, নোসক প্রতিনিধি :
নোয়াখালী সরকারি কলেজের দ্বাদশ ২০২৫ ব্যাচের শিক্ষার্থী রেদোয়ান মাহমুদ যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছে। এইচএসসি পাশ করার আগেই সে যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত হ্যামিল্টন কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
হ্যামিল্টন কলেজ যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০টি লিবারেল আর্টস কলেজের একটি। লিবারেল আর্টস কলেজগুলি বিশ্বের সবচেয়ে উন্নত মানের স্নাতক ডিগ্রি প্রদান করে। হ্যামিল্টন কলেজের আন্তর্জাতিক শিক্ষার্থীর গ্রহণযোগ্যতার হার ১% এর থেকেও কম। রেদোয়ান হ্যামিল্টন কলেজে Computer science আর Economics এ ডাবল মেজর করবে। তার ওপর, সে ৩ কোটি বাংলাদেশি টাকার স্কলারশিপ অর্জন করেছে, যা প্রমাণ করে তার কঠোর পরিশ্রম ও প্রবল মেধা।
হ্যামিল্টন বিশ্ববিদ্যালয়ে ভর্তির চ্যান্স পাওয়া নোসক শিক্ষার্থী রেদোয়ান মাহমুদ তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, আল্লাহ তায়ালার প্রশংসা আদায় করছি। এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। আমার পরিবার এবং সম্মানিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপাতত লক্ষ্য হচ্ছে ভালোভাবে পড়াশোনা শেষ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া। তারপরে বিশ্ব ব্যাংকের ইকোনমিস্ট হিসেবে যোগদান করা।

ভবিষ্যতে দেশের জন্য কি করতে চাই এমন প্রশ্নের জবাবে রেদোয়ান বলেন, বিশ্ব ব্যাংকে ইকোনমিস্ট হিসেবে জয়েন করে পর্যাপ্ত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করবো এবং ব্যাতিক্রমধর্মী দেশ গুলোর ইকোনোমিকস রপ্ত করে দেশে এসে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করতে চাই।

নবীনতর পূর্বতন