ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন নয়টি ১০তলা ভবনসহ সমগ্র ক্যাম্পাসে আধুনিক, উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টা ১৫ মিনিটে ঢাকার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম শরীফ উদ্দীন উপস্থিত ছিলেন।
সাক্ষাতে চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় ক্যাম্পাসে বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন, বিশেষ করে একটি নতুন ৩৩ কেভি সাবস্টেশন স্থাপন ও বিদ্যুৎ সরবরাহব্যবস্থার টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চলমান অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বিআরইবি’র কারিগরি সহায়তা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।