৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাচ্ছে


৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। আগামী ২৭ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে পিএসসি’র শীর্ষ এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তা জানান, আগামী আগস্ট মাসের প্রথমার্ধের মধ্যে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে। কমিশনের সভায় তারিখ চূড়ান্ত করে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৪ সালে। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।

নবীনতর পূর্বতন