রাষ্ট্রীয়ভাবে ইসরাইলি পণ্য নিষিদ্ধ চান বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পেশাজীবীরা। গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে তারা রাষ্ট্রীয়ভাবে গাজায় আহতদের চিকিৎসায় ফিলিস্তিনে যাওয়ার অভিপ্রায় জানান। সরকার অনুমতি দিলে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে যোগ যাওয়ার কথাও বলেন কেউ কেউ।
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সোচ্চার বিভিন্ন পেশাজীবী। সোমবার (৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের চিকিৎসক, ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। গাজায় গণহত্যার প্রতিবাদ জানান তারা। ইসরাইলি পণ্যে বন্ধে সরকারি হস্তক্ষেপ চান তারা। গাজায় গিয়ে হতা-হতের চিকিৎসা সেবা দিতে সরকারের সহায়তা চান প্রতিবাদকারীরা।
এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে জড়ো হয় আন্দোলনকারিরা। বর্জন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা।
এদিকে, রাজধানীর গুলশান,বাড্ডায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করে বেসরকারি বিশ্বিদ্যালয়ের শিক্ষার্থীরা।