হোমজাতীয় আবারও তৈরি হচ্ছে ফ্যাসিস্টের সেই মুখাকৃতি পাবলিকিয়ান প্রতিবেদক —রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ পহেলা বৈশাখ উপলক্ষে এ বছর বানানো হয়েছে শান্তির প্রতীক পায়রা ফ্যাসিস্টের প্রতিকৃতি। গত শুক্রবার (১১ এপ্রিল) রাতে দুষ্কৃতিকারীরা ফ্যাসিস্টের সেই প্রতিকৃতি পুড়িয়ে ফেলে। ফলে আবারও নতুন করে তরি হচ্ছে ফ্যাসিস্টের প্রতিকৃতি। শান্তির প্রতীক পায়রার কিছু অংশও পুড়ে গেছে যা এর মধ্যেই ঠিক করে ফেলা হয়েছে।