বগুড়ার সামাজিক ও ছাত্রকল্যাণমূলক সংগঠন ‘দর্পণ’-এর কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) এই কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে আমির হামজা (আপেল) দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি নিয়ামুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, অর্থ সম্পাদক আব্দুর রহমান কাজী।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আমির হামজা বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সেবায় নিজেদের নিয়োজিত করাই আমাদের মূল লক্ষ্য।”
সভাপতি রবিউল ইসলাম বলেন, “দেশকল্যাণের মূল হাতিয়ার তারুণ্য-শক্তিকে কাজে লাগিয়ে মাদকমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণ, গ্রামীণ জনপদের শিক্ষার মানোন্নয়নে প্রতিবছর মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে প্রাণবন্ত করাই আমাদের মূল প্রতিশ্রুতি।”