যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার হলেন নোবিপ্রবি শিক্ষক ড. রহমান


আব্দুল্লাহ আল তৌহিদ, নোবিপ্রবি প্রতিনিধি
: যুক্তরাষ্ট্রের স্যাম হিউস্টন স্টেট ইউনিভার্সিটির ভিজিটিং স্কলার হিসেবে নিয়োগ (সম্মাননা) পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শিবলুর রাহমান।  বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট স্বাক্ষরিত এক নিয়োগপত্রের মাধ্যমে তাঁকে এই 'ভিজিটিং স্কলার' সম্মাননাটি প্রদান করা হয়। 

ড. মোঃ শিবলুর রাহমান ২০২৪ আমেরিকার বিশ্ববিখ্যাত ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেল্থ এর একটি গবেষণা প্রকল্পে “ রিসার্চ সাইন্টিস্ট ” হিসেবে প্রশিক্ষণ ও উন্নতর গবেষণার জন্য নির্বাচিত হয়েছিলেন। গত ১ বছর ধরে তিনি উচ্চতর গবেষণা ও প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন । 

তিনি "বিল্ডিং ক্যাপাসিটি টু স্টাডি মিক্সড মেটাল-ইনডিউসড নিউরোটক্সিসিটি ইন রুরাল বাংলাদেশি চিল্ড্রেন" শীর্ষক গবেষণা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নেন।

এই গবেষণা প্রকল্পে “রিসার্চ সাইন্টিস্ট” হিসাবে ড. রহমান বাংলাদেশী শিশুদের উপর আর্সেনিক, সীসা, ক্যাডমিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো বিষাক্ত ধাতুগুলির মিশ্রণগুলি কীভাবে প্রারম্ভিক এবং শেষ শৈশবে মস্তিষ্কের স্বাস্থ্যকে প্রভাবিত করে তা বোঝার জন্য নিউরো-এপিডেমিওলজিকাল গবেষণা পদ্ধতিতে বিস্তারিত প্রশিক্ষণ ও উন্নতর গবেষণার সুযোগ পেয়েছেন । 

গবেষণা প্রকল্পটি ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেল্থ এর অর্থায়নে বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য উন্নয়নে কাজ করছে যা বাংলাদেশ ও আমেরিকায় যৌথভাবে পরিচালিত হচ্ছে। উক্ত গবেষণা প্রকল্পটি বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), আইসিডিডিআর,বি, এবং আমেরিকার বিশ্ব বিখ্যাত কলাম্বিয়া ইউনিভার্সিটি, হিউস্টন ইউনিভার্সিটি, আইওয়া ইউনিভার্সিটি এবং টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এই গবেষণাটি বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। 

ড. রহমানকে তাঁর অভিজ্ঞতা ও "ভিজিটিং স্কলার" সম্মাননা সম্পর্কে জিজ্ঞেসা করলে তিনি বলেন "এই ট্রেনিংয়ের অভিজ্ঞতা ও স্বীকৃতি অবশ্যই আনন্দ ও অনুপ্রেরণার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা, একজন তরুণ এনভায়রনমেন্টাল হেলথ গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমার প্রফেশনাল ডেভলপমেন্টে এবং বাংলাদেশে পরিবেশগত নিউরোটক্সিসিটি সমস্যাগুলি সমাধানে অবদান রাখবে। আনন্দের বিষয় হচ্ছে আমার পরিশ্রম ও গবেষণা কর্মের স্বীকৃতি হিসাবে ট্রেনিং শেষে বাংলাদেশে ফেরার আগেই আমি আমেরিকার স্যাম হিউস্টন স্টেট ইউনিভার্সিটিতে 'ভিজিটিং স্কলার' হিসাবে সম্মাননা ও স্বীকৃতি পেয়েছি যা আমাদের নোবিপ্রবির জন্য অনেক বড় একটি অর্জন বলে আমি মনে করি। এই ভিজিটিং স্কলার সম্মাননার মাধ্যমে আমি বাংলাদেশে বসে নোবিপ্রবি থেকে আমেরিকার  স্যাম হিউস্টন স্টেট ইউনিভার্সিটির সাথে যৌথ গবেষণা ও রিসার্চ কলাবোরেশনের সুযোগ পেলাম যা নোবিপ্রবির সার্বিক উন্নয়ন ও রাঙ্কিংয়ে সহায়ক হবে বলে আশা করি। আমি নোবিপ্রবি কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে শিক্ষাছুটি দিয়ে আমেরিকায় এমন একটি উন্নত প্রশিক্ষণ ও গবেষণা করার সুযোগ ও সার্বিক সহযোগিতার জন্য। "

মেধা ও পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ ড. রাহমান এ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার, বৃত্তি, স্বীকৃতি ও সম্মান অর্জন করেছেন। এর আগেও তিনি তাঁর পরিশ্রম ও গবেষণা কর্মের স্বীকৃতি হিসাবে ২০২২ সালে জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে 'ভিজিটিং রিসার্চার' সম্মাননা পান এবং ২০২২ সাল থেকে আজ পর্যন্ত তিনি 'ভিজিটিং রিসার্চার' হিসাবে জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে সফলভাবে যৌথ গবেষণা পরিচালনা করে আসছেন। 

তিনি ২০১৭ সালে জাপান সরকারের মনবুকাগাকুশো স্কলারশিপ (MEXT) নিয়ে জাপানের বিখ্যাত হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অফ এনভায়রনমেন্টাল সায়েন্সে পিএইচডি গবেষণা করতে যান এবং ২০২০ সালে সাফল্যের সাথে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। পরবর্তী দুই বছর (২০২১-২০২২) তিনি জাপান সরকারের মর্যাদাপূর্ণ একটি পোস্টডক্টরাল ফেলোশিপ (JSPS Fellowship) নিয়ে তাঁর পোস্টডক্টরাল গবেষণা করেন  জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তাঁর গবেষণার মূল বিষয়বস্তু ছিল পরিবেশগত আর্সেনিকের বিষাক্ততা ও বিষাক্ততার প্রক্রিয়া উৎঘাটন করা।  তাঁর গবেষণার স্বীকৃত হিসাবে ২০২৪ সালে জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয় তাঁর প্রকাশিত একটি গবেষণাপত্রকে 'Most Valuable Paper' হিসাবে মনোনীত করেছে ও অ্যাওয়ার্ড প্রদান করেছে । তিনি জাপানে তাঁর পিএইচডি এবং পোস্টডক্টরাল গবেষণা করার সময় বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও সম্মান অর্জন করেছেন। ২০২০ সালে থাইল্যান্ডের ব্যাংককে  ''The 20th International Congress for Tropical Medicine and Malaria" সম্মেলনে অংশগ্রহণ ও গবেষণা উপস্থাপনের জন্য কংগ্রেস অ্যাওয়ার্ড, ২০২২ সালে নেদারল্যান্ডের মাস্ট্রিক্ট এ অনুষ্ঠিত,"International Congress of Toxicology 2022" এ অংশগ্রহণ ও গবেষণা উপস্থাপনের জন্য 'EUROTOX Travel Bursary 2022' পেয়েছিলেন।

নবীনতর পূর্বতন