আব্দুর রহিম, নোয়াখালী প্রতিনিধি: গণহত্যাকারী ফ্যাআসিস্ট আওয়ামিলীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শুক্রবার (২মে) বাদ জুমা নোয়াখালী জেলা জামে মসজিদ মোড় থেকে মিছিলটি শুরু হয়।। পরে পৌর বাজার , সিনেমা হল, বকশি মিজি মিয়ার পোল সহ জেলা শহর মাইজদীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে অন্তর্বতী সরকারের নিকট জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামিলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, আওয়ামিলীগ একটি খুনি ও ফ্যাসিস্ট দল। তারা বিগত ১৭ বছর এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিলো। তারা ২৮ অক্টোবরের লগি বৈঠার তান্ডব, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, নিশি রাতের ইলেকশন, ডামি ইলেকশন এবং সর্বশেষ জুলাই বিপ্লবে প্রায় ২ হাজার মানুষকে শহীদ ও কয়েক হাজার মানুষকে পঙ্গু করার মধ্য দিয়ে এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল, আলেম সমাজ ও দেশপ্রেমিক সাধারণ মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। ৫ আগষ্ট এদেশের মানুষ আওয়ামিলীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে, কেউ আওয়ামিলীগকে ফেরানোর দুঃস্বপ্ন দেখলে আবারও ৫ আগস্ট নেমে আসবে। এদিকে বিক্ষোভ সমাবেশ পুর্ব মিছিল থেকে "আওয়ামিলীগ নিষিদ্ধ করতে হবে করতে হবে, আওয়ামিলীগের ঠিকানা এই বাংলায় হবেনা, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, বিচার বিচার বিচার চাই জুলাই হত্যার বিচার চাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই" এমন নানা শ্লোগানে ছাত্র-জনতা রাজপথ প্রকম্পিত করে তোলে।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসাইন তুহিন, জাতীয় নাগরিক কমিটি নোয়াখালীর অন্যতম সদস্য কাজী মাইনুদ্দিন তানভীর, তাহসান হাবীব, সৌরভ হোসেন সবুজ, ইসমাইল হোসেন সজিব, মোঃ হোসেন, ওসমান গণি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর যুগ্ম সদস্য সচিব মাহমুদুল হাসান রাফি, মামুনুর রশীদ তুষার প্রমুখ।