রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন ও সৃষ্ট নতুন পদে নিয়োগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা আগামীকাল ৫ মে (সোমবার) মানববন্ধনের আয়োজন করেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিশারিজ সমিতির ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষার্থীরা প্যারিস রোডে একত্রিত হয়ে নিজেদের ন্যায্য দাবির পক্ষে কথা বলবেন। তারা ব্যানার-পোস্টার হাতে তুলে ধরে জানাবেন— বিসিএসসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের উপর যে অবিচার ও বৈষম্য চলে আসছে, তা যেন দ্রুতই দূর করা হয়।
একটি স্বপ্ন নিয়ে ফিশারিজ বিভাগে ভর্তি হওয়া এসব শিক্ষার্থীর কণ্ঠে আজ প্রতিবাদের আগুন জ্বলছে, আবার রয়েছে বুকভরা ব্যথাও। রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি তাদের আকুতি— “আমরাও তো এই দেশের সন্তান। আমাদেরও মর্যাদা, স্বপ্ন ও সম্মানবোধ আছে। দয়া করে আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করবেন না।”
এই মানববন্ধন কেবল একটি কর্মসূচি নয়, বরং তা একটি চলমান দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠছে। সময় এসেছে, এই বৈষম্য ঘোচানোর— সময় এসেছে, ফিশারিজ শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়নের।