রাবি প্রতিনিধি: একটি পাহাড়ি গ্রাম। গহীন সবুজের কোলে বেড়ে ওঠা এক খেয়াং তরুণী। তার স্বপ্নগুলো ঠিক আমাদের বোনেদের মতোই ছিল—শিক্ষা, সম্মান আর নিরাপদ জীবনের। কিন্তু রাষ্ট্র যখন পাহাড়ের নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন সেই স্বপ্নগুলো পিষে মরে। থানচির সেই কন্যা—যাকে কেবল নারীত্বের অপরাধে একদল পাশবিক মনুষ্যরূপী জানোয়ার ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করেছে—সে এখন কেবল একটি নাম নয়, হয়ে উঠেছে প্রশ্ন, প্রতিবাদ ও প্রতিরোধের প্রতীক।এই বেদনার আগুন হৃদয়ে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের আদিবাসী শিক্ষার্থীরা আয়োজন করেছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
তারিখ: ৮ মে ২০২৫
সময়: বিকাল ৩টা
স্থান: প্যারিস রোড, রাজশাহী বিশ্ববিদ্যালয়
এই আয়োজন শুধুমাত্র বিচার চাওয়ার নয়—এটি এক নীরব পাহাড়ি জনপদের কান্নাকে সারা দেশের কণ্ঠে রূপ দেওয়ার চেষ্টাও। আহ্বান জানানো হচ্ছে—এসো, দাঁড়াও সেই খেয়াং বোনটির পাশে। কারণ যে পাহাড়ে আগুন জ্বলে, তার ছায়া একদিন সমতলেও পড়ে।