নোবিপ্রবি ও মায়া ক্যাটারিং এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত


নোবিপ্রবি প্রতিনিধি
: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তা লাউঞ্জ পরিচালনার জন্য মায়া ক্যাটারিং নোয়াখালীর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (০৮ মে ২০২৫) উপাচার্যের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের উপস্থিতিতে নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী। অন্যদিকে মায়া ক্যাটারিং এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী হাসনাত সারওয়ার । প্রতিষ্ঠানটি আগামী দুই বছর লাউঞ্জ পরিচালনার দায়িত্ব পালন করবে। 

এ সময় অন্যান্যদের মাঝে নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নবীনতর পূর্বতন