রাজনৈতিক হতাশা থেকে জাবি ছাত্রদল নেতার পদত্যাগ

রাজনৈতিক হতাশা থেকে জাবি ছাত্রদল নেতার পদত্যাগ

‘সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা ও সব রাজনৈতিক দলের মাঝে সহাবস্থান এবং মানবিক পরিবর্তনের যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নটা বোধহয় অধরাই থেকে গেল’ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ এমন মন্তব্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের এক নেতা পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা ওই নেতার নাম ইরফান আমিন পাটোয়ারী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্ধিত আহ্বায়ক কমিটির সদস্য ও জাবি নবগঠিত হল কমিটিতে তিনি শহীদ তাজউদ্দীন হলের সাংগঠনিক সম্পাদকের পদ পান। শনিবার ( ১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে তাঁর দেওয়া পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘যে আশা-ভরসার আশ্রয়স্থল হিসেবে ও সুষ্ঠু মানবিক পরিবর্তনের প্রত্যয় নিয়ে রাজনীতিতে অংশ নিয়েছিলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশ হয়েছিলাম, সে আশাভরসা পূরণ করতে পারলাম না। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা ও সব রাজনৈতিক দলের মাঝে সহাবস্থান এবং মানবিক পরিবর্তনের যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নটা বোধহয় অধরাই থেকে গেল।

সুস্থ ও স্বাভাবিক কোন মানুষের পক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিতে অংশগ্রহণ ও রাজনৈতিক কার্যক্রম চালানো কখনই সম্ভব নয়, হয় তাকে নিতান্ত বোকা মন-মানসিকতার হতে হবে অথবা তুচ্ছ-তাচ্ছিল্য সহ্য করে ও লজ্জা-শরম ত্যাগ করে পরে থাকতে হবে, নতুবা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে টিকে থাকা ও এগিয়ে যাওয়া কোন সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়, এ দেশের রাজনীতি আমার মত মানুষের জন্য না।

তাই আজ হতে ক্যাম্পাসভিত্তিক (হল ও ক্যাম্পাস) ছাত্রদলের সব ধরনের রাজনৈতিক পদ (আহ্বায়ক কমিটির সদস্য ও হল কমিটির সাংগঠনিক সম্পাদক) থেকে স্বেচ্ছা পদত্যাগ করছি এবং ক্যাম্পাসভিত্তিক সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিজের অবসর ঘোষণা করছি। যেহেতু স্বেচ্ছা পদত্যাগের ঘোষণা দিয়েছি, আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভবিষ্যৎ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আমার কোন ধরনের সম্পৃক্ততা থাকবে না। মহান আল্লাহ্ সবাইকে আমার কথার সঠিক মর্মার্থ বোঝার তৌফিক দান করুক, আমিন।

পরম করুণাময় সবসময় আমাদের সবাইকে সুস্থতার সাথে হেফাজতে ও নিরাপদে রাখুক এবং নেক হায়াত দান করুক, আমিন। সবসময় ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।’

নবীনতর পূর্বতন