মিরাজ হোসেন: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দিনব্যাপী দুটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে ‘ক্যারিয়ার প্লানিং এন্ড ডেভেলপমেন্ট’ এবং ‘বিজনেস রিসার্স ম্যাথডোলজি’ শীর্ষক সেমিনারে বিভাগের শতাধিক শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
সকাল ১১টায় অনুষ্ঠিত প্রথম সেমিনার ‘ক্যারিয়ার প্লানিং এন্ড ডেভেলপমেন্ট’ এ মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিডিজবস ডট কম এর কর্পোরেট সেলস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ এনামুল হাসান। তিনি চাকরির বাজারে প্রতিযোগিতা, সিভি লেখা, ইন্টারভিউ প্রস্তুতি, পেশাগত দক্ষতা উন্নয়ন ও আত্মউন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে তিনি শিক্ষার্থীদেরকে নিজেদের ক্যারিয়ার লক্ষ্য স্পষ্ট করা, পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়া, আধুনিক চাকরি বাজারের সঙ্গে খাপ খাওয়ানো, প্রযুক্তি-নির্ভর নিয়োগ প্রক্রিয়ায় নিজেদের যোগ্যতাকে উপস্থাপন করার কৌশল শেখান।
অন্যদিকে বিকেল ৩টায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিনার ‘বিজনেস রিসার্স ম্যাথডোলজি’ তে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহুরুল আলম। তিনি গবেষণা প্রক্রিয়ার প্রাথমিক ধাপসমূহ, গবেষণা প্রশ্ন তৈরি, তথ্য সংগ্রহের কৌশল, পরিসংখ্যানগত বিশ্লেষণ এবং গবেষণা রিপোর্ট প্রণয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সেমিনারে শিক্ষার্থীরা ব্যবসায়িক গবেষণা কিভাবে বাস্তব সমস্যার সমাধানে ব্যবহার করা যায় এবং ভবিষ্যৎ একাডেমিক ও প্রফেশনাল জীবনে গবেষণাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব শিখেছে।
উভয় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন এবং রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী বক্তব্য রাখেন৷
ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. এনামুল হকের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় ‘ক্যারিয়ার প্লানিং এন্ড ডেভেলপমেন্ট’ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান৷ অন্যদিকে ‘বিজনেস রির্সাস ম্যাথডোলজি’ সেমিনারে বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. এনামুল হকের সভাপতিত্বে প্রভাষক আতিকুর রহমানের সঞ্চালনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহুরুল আলম শিক্ষার্থীদের গবেষণা প্রক্রিয়ার বিস্তারিত আলোকপাত করেন৷
শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত এ দুটি সেমিনার শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্যারিয়ার পরিকল্পনা ও গবেষণা পদ্ধতি এই দুই ভিন্ন অথচ জরুরি বিষয় একসাথে আলোচিত হওয়ায় শিক্ষার্থীরা শুধু পেশাগত উন্নয়ন নয়, বরং একাডেমিক উৎকর্ষের দিক থেকেও সমৃদ্ধ হয়েছে বলে জানান শিক্ষার্থীরা৷