জাবিপ্রবিতে কৃষি যান্ত্রিকীকরণে সেমিনার, পুরস্কৃত শিক্ষার্থীরা পেলেন ৩০ হাজার টাকা

জাবিপ্রবিতে কৃষি যান্ত্রিকীকরণে সেমিনার, পুরস্কৃত শিক্ষার্থীরা পেলেন ৩০ হাজার টাকা

মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
:  জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে “বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে বারি ডেভেলপমেন্ট ফার্ম মেশিনারির ভূমিকা” শীর্ষক এক সেমিনার।


বৃহস্পতিবার (২১ আগষ্ট) জাবিপ্রবির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), গাজীপুরের ফার্ম মেশিনারি ও পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, লাভজনক ফসল উৎপাদনে কৃষিযন্ত্র প্রযুক্তি উন্নয়ন প্রকল্প (এফএমডিপি) এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকোনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদিকুর রহমান এবং এফএমপিই, বিআরআরআই গাজীপুরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মোহাম্মদ আরশাদুল হক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফএমডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ও এফএমপিই, বিআরআরআই গাজীপুরের চিফ সায়েন্টিফিক অফিসার ড. মোহাম্মদ নূরুল আমিন। সেমিনারের সভাপতিত্ব করেন আরএআরএস জামালপুরের চিফ সায়েন্টিফিক অফিসার ড. মোহাম্মদ রাজীব আলী।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা কৃষি গবেষণা, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং কৃষি যান্ত্রিকীকরণের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেন।

অনুষ্ঠানে অনুষ্ঠিত পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় ফিশারিজ বিভাগের সুরাইয়া জান্নাত প্রথম স্থান অর্জন করে ১৫ হাজার টাকা পুরস্কার লাভ করেন। ইইই বিভাগের শিক্ষার্থী মিনহাজ ও রাজেশ যৌথভাবে দ্বিতীয় হয়ে পান ১০ হাজার টাকা, আর একই বিভাগের শিক্ষার্থী রাবেয়া ও ইভা যৌথভাবে তৃতীয় হয়ে অর্জন করেন ৫ হাজার টাকা পুরস্কার।

উপস্থিত অতিথিরা বলেন, কৃষি যান্ত্রিকীকরণ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মকে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে যুক্ত করতে হলে এ ধরনের সেমিনারের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

নবীনতর পূর্বতন