নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ডিগ্রি সংক্রান্ত জটিলতার সমাধান না হওয়ায় প্রশাসনিক ভবনে তালা দিয়েছে ঐ বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়।
শিক্ষার্থীরা জানান, প্রায় এক বছর ধরে ক্লাস–পরীক্ষা বর্জন করে তারা আন্দোলন করে আসছেন। আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বুয়েটের দুই শিক্ষক ও বিভাগের শিক্ষকদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। ঐ কমিটির সুপারিশ অ্যাকাডেমিক কাউন্সিলে অনুমোদন হওয়ার পর তা ইউজিসিতে পাঠানো হয়। এ সময় শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরলেও পরবর্তী সময়ে আশানুরূপ কোনো অগ্রগতি না হওয়ায় তারা আবার আন্দোলনে নামেন।
জানা গেছে, আজ ইউজিসিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে এসিসিই বিভাগের তিনজন শিক্ষার্থী প্রতিনিধি অংশ নেন। বৈঠকে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মতো ডিগ্রি প্রদানের দাবি জানান। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসি সিদ্ধান্ত নেয়, প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ যেসব বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ডিগ্রি দেওয়া হয় তাদের কাছে চিঠি পাঠিয়ে প্রক্রিয়া জেনে নেয়া হবে। এরপর নোবিপ্রবি এসিসিই বিভাগের ডিগ্রি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এ বিষয়ে এসিসিই বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “আমরা আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, সিলেবাস ও তুলনামূলক বিশ্লেষণ প্রশাসনের কাছে জমা দিয়েছি। কিন্তু সেগুলো আমলে নেয়া হয়নি। এতে আমাদের ক্যারিয়ার অনিশ্চয়তার মুখে পড়েছে।”
শিক্ষার্থীরা জানিয়েছেন, ডিগ্রি সংক্রান্ত জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত বিভাগ ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে রাখা হবে।