মনিরুল ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে।
আজ শুক্রবার (২৯ আগস্ট) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে প্রধান ফটক পর্যন্ত মশাল মিছিল করেন এবং ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
ঢাকা পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী সালমান তালিম কর্তৃক বুয়েটিয়ান এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি এবং প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা জানান, তাদের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
মশাল মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন এবং ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মসূচি শেষে তারা ঘোষণা দেন যে, আগামীকাল (৩০ আগস্ট) পাবিপ্রবির প্রকৌশল অনুষদের সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করা হলো।
শিক্ষার্থীরা বলেন, প্রকৌশলীদের অধিকার নিশ্চিত করা এবং সুষ্ঠু পরিবেশে শিক্ষার সুযোগ তৈরি করতে এ আন্দোলন অব্যাহত থাকবে।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু তাহের বলেন,' আপনারা সবাই অবগত আছেন গত পাঁচ মাস যাবত আমাদের যে ডিপ্লোমা কোটা আন্দোলন চলছে এই আন্দোলন ঘিরে ডিপ্লোমার ভাইয়েরা আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার ভাইয়েদের বিভিন্ন ভাবে হামলা করছে এছাড়াও বুয়েটের এক বোনকে তারা প্রকাশ্যে ধর্ষণ করে হত্যার হুমকি দিয়েছে। আমরা বার বার বলছি আমরা আপনাদের কখনোই ছোট করছি না আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যদি সরকার আমাদের দাবি ন্যায্য মনে করে তাহলে আমাদের দাবি পূরন করবে। যদি আপনারা এভাবে চলতেই থাকেন তাহলে আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাব। '