পাবিপ্রবি প্রতিনিধি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) বিভাগের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল,বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো: শামীম আহসান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো: আব্দুর রহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ, সিএসই বিভাগের সহকারি অধ্যাপক মো: শাফিউল আজম ও এস এম হাসান সাজ্জাদ ইকবাল, প্রভাষক নিতুন কুমার পোদ্দার ও নকিব আমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
বিকেল ৫ টা ৩০ মিনিটে নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং পরবর্তীতে আমন্ত্রিত অতিথি ও বিভাগের শিক্ষকবৃন্দের বক্তব্য শেষে সিএসই বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান বলেন,"একজন ইঞ্জিনিয়ারের জন্য সারাজীবন শেখার মধ্যে থাকা খুব গুরুত্বপূর্ণ। প্রযুক্তি প্রতিনিয়ত বদলে যাচ্ছে, তাই আমাদেরও সবসময় নিজেকে আপডেট রাখতে হবে। আমি আমাদের ক্যাম্পাসে দেখে আসছি, কম্পিউটার প্রকৌশলের শিক্ষার্থীরা কোডিং নিয়ে বেশি কাজ করে, কিন্তু প্রকৌশল সমস্যার বাস্তব সমাধান বা ইঞ্জিনিয়ারিং চিন্তা-ভাবনায় কিছুটা কম মনোযোগ দেয়। আমার মনে হয়, তোমাদের উচিৎ দুই দিকেই সমান গুরুত্ব দেয়া। কারণ, যদি একটি দিক বাদ দাও, তাহলে তোমার কাজের সুযোগও সীমিত হয়ে যাবে।
সবশেষে একটা কথা বলতে চাই, একজন ছাত্র যখন তার বন্ধুর চেয়ে ভালো করে, তখন সেই বন্ধু হয়তো একটু কষ্ট পায়। কিন্তু কোনো ছাত্র যদি তার শিক্ষককে ছাড়িয়ে যায়, তাহলে শিক্ষক হিসেবে আমরা সবচেয়ে বেশি আনন্দ পাই। আমরা চাই তোমরা আমাদের ছাড়িয়ে যাও, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য হবে।"