পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সেন্ট্রাল ক্যাফেটেরিয়ায় নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এখন থেকে নারী শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে বসে খাবার গ্রহণ করতে পারবেন। ছেলেদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে নিচতলায়, আর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য তৈরি করা হয়েছে ক্যাফেটেরিয়ার পাশেই চিলেকোঠার মতো সুন্দর ও মনোরম পরিবেশে একটি বিশেষ জায়গা।
এর আগে নিচতলায় পর্দাশীল নারী শিক্ষার্থীদের জন্য অস্থায়ীভাবে একটি পর্দা কর্নার রাখা হয়েছিল। তবে এখন দ্বিতীয় তলায় নারী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ পৃথক বসার ব্যবস্থা করায় তারা আরও আরামদায়ক ও গোপনীয় পরিবেশে খাবার খেতে পারবেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আগের তুলনায় শিক্ষার্থীদের চাপও বেড়েছে। খাবারের মান তুলনামূলকভাবে দামের চেয়ে অনেক ভালো হওয়ায় বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়মিতভাবে সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার এখানেই গ্রহণ করেন। এর ফলে প্রায়ই জায়গার সংকট দেখা দিত। সেই বিষয়টি বিবেচনা করেই নারী শিক্ষার্থী ও ছেলেদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষার্থীরা মনে করছেন, এই উদ্যোগ ক্যাম্পাসে সুস্থ, পরিপাটি ও সম্মানজনক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী বলেন,“এই উদ্যোগটি আমাদের জন্য খুবই স্বস্তিদায়ক। আগে নিচতলায় ভিড়ের কারণে স্বাচ্ছন্দ্যে বসা যেত না, এখন আলাদা জায়গায় আমরা নির্ভারভাবে খাবার খেতে পারব। কর্তৃপক্ষকে ধন্যবাদ এমন উদ্যোগ নেওয়ার জন্য।”
ইইসিই বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন,
“বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। মেয়েদের জন্য আলাদা জায়গা হওয়ায় ভিড় কমবে, সবাই আরও শান্তভাবে খাবার খেতে পারবে। এটি ছাত্রছাত্রী উভয়ের জন্যই ভালো সিদ্ধান্ত।”