তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাবিপ্রবির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাবিপ্রবির সমঝোতা স্মারক স্বাক্ষরিত  রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।  বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাবিপ্রবি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। সমঝোতা স্মারকে রাবিপ্রবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান এবং তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেকটর প্রফেসর ড. আহমেদ হাসিমাফতুগ্লু।   বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় বিশ্ববিদ্যালয় দুটি বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট অন্যদের বিনিময়, বৈজ্ঞানিক গবেষণার জন্য পোস্ট-ডক্টরাল গবেষক বিনিময়, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও অন্যান্য শিক্ষা উপকরণ বিনিময়, স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচি ও যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ করবে।   বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি সাক্ষরিত হওয়ায় রাবিপ্রবির শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, এ সমঝোতা স্মারক সইয়ের ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধি পাবে। এর মাধ্যমে রাবিপ্রবি আরও একধাপ এগিয়ে যাবে।  সমঝোতা স্মারক এর বিষয়ে রাবিপ্রবি উপাচার্য বলেন, এ সমঝোতা স্মারক রাবিপ্রবি ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করবে। এর মাধ্যমে রাবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা উপকৃত হবে। এছাড়াও তিনি পার্বত্য অঞ্চলের উন্নয়নেও এ সমঝোতা ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।   উল্লেখ্য, সাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ হবে ৫ বছর এবং পরবর্তীতে যা বাড়ানো যাবে।

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাবিপ্রবি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। সমঝোতা স্মারকে রাবিপ্রবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান এবং তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেকটর প্রফেসর ড. আহমেদ হাসিমাফতুগ্লু। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় বিশ্ববিদ্যালয় দুটি বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট অন্যদের বিনিময়, বৈজ্ঞানিক গবেষণার জন্য পোস্ট-ডক্টরাল গবেষক বিনিময়, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও অন্যান্য শিক্ষা উপকরণ বিনিময়, স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচি ও যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ করবে। 

বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি সাক্ষরিত হওয়ায় রাবিপ্রবির শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, এ সমঝোতা স্মারক সইয়ের ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধি পাবে। এর মাধ্যমে রাবিপ্রবি আরও একধাপ এগিয়ে যাবে।

সমঝোতা স্মারক এর বিষয়ে রাবিপ্রবি উপাচার্য বলেন, এ সমঝোতা স্মারক রাবিপ্রবি ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করবে। এর মাধ্যমে রাবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা উপকৃত হবে। এছাড়াও তিনি পার্বত্য অঞ্চলের উন্নয়নেও এ সমঝোতা ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

উল্লেখ্য, সাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ হবে ৫ বছর এবং পরবর্তীতে যা বাড়ানো যাবে।

নবীনতর পূর্বতন