"সঠিক বিপণন, উন্নত ব্যবস্থাপনা—ফল চাষে আসুক নতুন প্রভা” এই স্লোগানকে সামনে রেখে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক ফল বিপণন ও ব্যবস্থাপনা উৎসব।
বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সবুজ চত্বর হয়ে ওঠে উৎসবমুখর পরিবেশে মুখরিত, যেখানে শিক্ষার্থীরা নিজেরা হাতে-কলমে ব্যবসা ও বিপণনের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. এনামুল হক।
উৎসবে শিক্ষার্থীরা, ফ্রুটি ফ্যাশন, ফলের বারান্দা এবং বিজনেস থটস নামের তিনটি স্টল নিয়ে অংশগ্রহণ করেন। প্রতিটি স্টলেই ছিল ২০ থেকে ৪০ প্রকার দেশি-বিদেশি ফলের সমাহার, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ড্রাগন ফল, স্ট্রবেরি, বারি মাল্টা, ক্যারামবোলা, কাঁঠাল, আম ও পেয়ারা। শুধু ফল বিক্রিই নয়, শিক্ষার্থীরা নিজেদের তৈরি আচার, জ্যাম, জেলি ও স্বাস্থ্যকর পানীয় প্রদর্শন ও বিক্রির মাধ্যমে ফলের বাণিজ্যিক সম্ভাবনার দিকটিও তুলে ধরেন।
ক্রেতা ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রতিটি স্টলে ছিল বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার। শিক্ষার্থীদের এই উদ্যোগে দর্শনার্থীরা বেশ আগ্রহ দেখায় এবং উৎসবটি পরিণত হয় এক উৎসাহব্যঞ্জক পরিবেশে।
আয়োজনের সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আতিকুর রহমান বলেন" এই আয়োজনের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের বাস্তবমুখী ব্যবসা ও বিপণনের শিক্ষা দেওয়া। শ্রেণিকক্ষে যে তাত্ত্বিক জ্ঞান দেওয়া হয়, তা হাতে-কলমে প্রয়োগ করার সুযোগই এই উৎসবের মাধ্যমে তারা পেয়েছে। ভবিষ্যতে কর্মজীবনে বা উদ্যোক্তা হিসেবে এই অভিজ্ঞতা তাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।"