নোয়াখালী সরকারি কলেজের এক শিক্ষার্থী বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যার দিকে শহরের একটি আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল হামিদ (২০)। তিনি নোয়াখালী সরকারি কলেজের ২০২৫ সালের চলমান এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল হামিদ কোনো এক কাজে শহরের একটি বহুতল ভবনের ছাদে অবস্থান করছিলেন। হঠাৎ করেই তিনি পা পিছলে নিচে পড়ে যান। এ সময় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল হামিদ পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন। সদালাপী, ভদ্র ও প্রাণবন্ত এই তরুণের হঠাৎ মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মাঝে নেমে এসেছে গভীর শোক। তার মৃত্যুর সংবাদে কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।
এদিকে, এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকের বার্তা জানাতে থাকেন সহপাঠী ও পরিচিতজনেরা। তারা সবাই একজন স্বপ্নবাজ তরুণের অকাল প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করেন।
ঘটনার পর থেকে নিহতের গ্রামে শোকের আবহ বিরাজ করছে। কান্নায় ভেঙে পড়েছেন তার মা-বাবা ও ছোট ভাইবোনরা। স্বজনরা বারবার বলছেন, “এত অল্প বয়সে ওকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে গেছি।”
এদিকে, কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে—তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।