জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে এবং বিকাশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার গাইডলাইনমূলক অনুষ্ঠান “রোডম্যাপ টু সাক্সেস”।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির চতুর্থ তলার সেমিনার হলে দিনব্যাপী এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিকাশ লিমিটেডের কমার্শিয়াল বিভাগের ক্লাস্টার হেড মো. খালিদ হোসাইন। তিনি নিজের কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি বিকাশের বিভিন্ন কার্যক্রম ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় সিভি প্রস্তুতি, আত্মবিশ্বাস, স্পিকিং স্কিল উন্নয়ন, ভাইভা বোর্ড মোকাবিলা এবং কো–কারিকুলার এক্টিভিটিসের গুরুত্ব সম্পর্কে বাস্তবভিত্তিক পরামর্শ দেন। শেষাংশে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ড. মো. সাখাওয়াত হোসেন, প্রক্টর মো. মাহবুবুর রহমান জনি এবং সহকারী প্রক্টর মো. তরিকুল ইসলাম জনি। ডিন ড. সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রোডাক্টিভ সেমিনার আরও বেশি হওয়া দরকার, কিন্তু দুঃখজনকভাবে যেগুলো হওয়ার কথা নয় সেগুলোই বেশি হয়।”
এ সময় বিকাশ লিমিটেডের কমার্শিয়াল বিভাগের রিজিওনাল অফিসার এম. এম. হাসান মাহমুদ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি রোটারেক্ট ক্লাবকে ধন্যবাদ জানান সফল আয়োজনের জন্য।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রোটারেক্ট ক্লাব অব জাককানইবির সেক্রেটারি জেনারেল সাকিব হোসাইন। সমাপনী বক্তব্যে ক্লাবের প্রেসিডেন্ট মো. মুকিতুল ইসলাম সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সেমিনারে রোটারেক্ট ক্লাবের উপদেষ্টা, প্রাক্তন কমিটির সদস্য, বর্তমান সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।