নোবিপ্রবিতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেয়ারওয়েল

নোবিপ্রবিতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেয়ারওয়েল অনুষ্ঠান "ইন পয়েন্ট" অনুষ্ঠিত হয়েছে।

আব্দুল্লাহ আল তৌহিদ, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের (এসিসিই) ফেয়ারওয়েল অনুষ্ঠান "ইন পয়েন্ট" অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৬ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়াম বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবি এসিসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, উপ - উপাচার্য অধ্যাপক ড মুহাম্মদ রেজওয়ানুল হোক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ), ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড আসাদুন্নবি ও ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ ইসমাঈল বলেন, "তোমরা যারা বিদায় নিচ্ছ তাদের পরবর্তী জীবনের জন্য অনেক অনেক ভালো কামনা রইল। তবে তোমরা নিজেদের কে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একই সাথে এ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাবার পরেও তোমাদের যারা জুনিয়র তাদের শিক্ষা ও অন্যান্য বিষয়ে সাহায্য করবে যতটুকু সম্ভব। আর ডিপার্টমেন্টে ল্যাব স্থাপনের জন্য তোমাদের অবদানকে সাধুবাদ জানাই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই হিসেবে অবশ্যই কোন সুযোগ থাকলে সাহায্য করবে। "

সভাপতির বক্তব্যে ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুল আলম বলেন, " অনেক দেরি করে হলেও আমরা তোমাদের বিদায় অনুষ্ঠান করতে পারছি সেই জন্য ভালো লাগছে। এত অল্প সময়ের মধ্যে তোমরা এই অনুষ্ঠান আয়োজন করার জন্য ১৫ তম ব্যাচকে ধন্যবাদ। একই সাথে তোমরা যারা বিদায় নিচ্ছ তোমাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইল।"

উল্লেখ, বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ক্রেস্ট ও অন্যান্য সম্মাননা প্রদান করা হয় ।
নবীনতর পূর্বতন