এনসিপির মনোনয়ন নিচ্ছেন স্যালুট দিয়ে ভাইরাল সেই রিকশাচালক

এনসিপির মনোনয়ন নিচ্ছেন স্যালুট দিয়ে ভাইরাল সেই রিকশাচালক

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখনই সাধারণ শিক্ষার্থীদের প্রতি স্যালুট জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন রিকশাচালক মোহাম্মদ সুজন। জুলাই বিপ্লবের সময় তার সেই সম্মান প্রদর্শনের মুহূর্ত দেশজুড়ে আলোচনার জন্ম দেয় এবং তিনি সাহস ও সমর্থনের এক প্রতীক হয়ে ওঠেন।

এবার সেই সুজনই নামছেন নির্বাচনের মাঠে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলেও জানা গেছে।

জুলাই আন্দোলনে আলোচনায় আসা এই রিকশাচালকের রাজনৈতিক অঙ্গনে যাত্রা নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে সাধারণ মানুষের মধ্যে।

নবীনতর পূর্বতন