পাবিপ্রবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় একাডেমিক বিল্ডিং–১ এর সামনে থেকে বিভাগীয় চেয়ারম্যানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কিছুক্ষণ অবস্থান করার পর একই পথ ধরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে শেষ হয়। পরে এলিভেটেড এক্সপেসে কেক কেটে উদযাপন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান অভি এবং বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বক্তব্যে বিভাগীয় চেয়ারম্যান মো. আশিকুর রহমান অভি বলেন,
“২০১৭ সালে যাত্রা শুরুর পর থেকে আমাদের বিভাগ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। এ পর্যন্ত দুই ব্যাচের শিক্ষার্থী বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ট্যুরিজম–হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে সফলভাবে কাজ করছেন। আগামীতেও বিভাগটি দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের ট্যুরিজম সেক্টরকে আরও সমৃদ্ধ করবে।”

পাবিপ্রবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নবীনতর পূর্বতন