চবিতে ডাইনিং পরিচালনায় যুক্ত হচ্ছে শিক্ষার্থীরা

চবিতে ডাইনিং পরিচালনায় যুক্ত হচ্ছে শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল ডাইনিংয়ের খাবারের মান উন্নয়নে শিক্ষার্থীদের যুক্ত করে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

১৫ অক্টোবর রাতে সোহরাওয়ার্দী হলে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীন খানের নেতৃত্বে আকস্মিক অভিযানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়ায়, ডাইনিং পরিচালনায় তাদের সম্পৃক্ত করার পরিকল্পনা করা হয়। 

শিক্ষার্থীদের মধ্যে ৭ জন সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। এই কার্যক্রম সফল হলে প্রতি মাসেই শিক্ষার্থীরা পর্যায়ক্রমে ডাইনিং পরিচালনায় যুক্ত হবেন।

প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, পুরো প্রক্রিয়াটি পরীক্ষামূলক পর্যায়ে আছে। আগামীকাল হল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সাথে আলাপ-আলোচনা করে পূর্ণাঙ্গ পরিচালনা পদ্ধতি ঠিক করবেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর সার্বিক বিষয়গুলো বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পদ্ধতি ঠিক করা সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, ডাইনিংয়ের খাবারের মানোন্নয়নে শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করা হলে, খাবারের গুণগত মান ভালো হবে এবং পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত হবে।
নবীনতর পূর্বতন