বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: শুধু রোল সার্চ করলেই পাওয়া যাবে পরীক্ষার হল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: শুধু রোল সার্চ করলেই পাওয়া যাবে পরীক্ষার হল
বাকৃবি প্রতিনিধি: আসন্ন গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রে পরীক্ষা দিতে আগত শিক্ষার্থীরা সহজেই তাদের রোল নাম্বার দিয়ে খুঁজে পাবে পরীক্ষার কেন্দ্র, এমনই একটি ওয়েবসাইট তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিক হাওলাদার, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ ইশমামুল হক এবং প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আসিফুজ্জামান।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সভাকক্ষে ওই সিস্টেমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ মোস্তাগীজ বিল্ল্যাহ, একই বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব হাসান এবং সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিন।

জানা গেছে, (https://bie.bau.edu.bd/ExamHall)  লিংকটি ব্যবহার করে আসন্ন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার শুধুমাত্র বাকৃবি কেন্দ্রের পরীক্ষার্থীরা তাদের ভর্তি পরীক্ষার রোল ব্যবহার করে সহজেই পরীক্ষার কেন্দ্রে/কক্ষে পৌঁছাতে পারবে এবং গুগল ম্যাপ এর সহায়তায় নিজ অবস্থান থেকে পরীক্ষার হলে যেতেও পারবে।

এ বিষয়ে বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিক হাওলাদার জানান, প্রায় ১২৩০ একরের ক্যাম্পাস বাকৃবি এবং একইসাথে অনুষদ ভবনগুলোও পরস্পর থেকে দূরে অবস্থিত। তাই নতুন ক্যাম্পাসে এসে কোনো জায়গা খুঁজে পাওয়া অনেকটাই কষ্টসাধ্য এবং যদি সে হয় ভর্তি পরীক্ষার্থী তাহলে তো কথাই নেই। এরই ধারাবাহিকতায় দূরদূরান্ত থেকে বাকৃবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কষ্ট কমাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীরা শুধুমাত্র নিজের রোল নাম্বার দিয়ে সহজেই নিজের পরীক্ষার হল ও নিজের অবস্থান থেকে পরীক্ষার হলে যাওয়ার ম্যাপ ডিরেকশন পেয়ে যাবে। আশা করি এই সাইটটি কিছুটা হলেও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করবে। মূলত বাকৃবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের শিক্ষকদের তত্ত্বাবধানে ও দিকনির্দেশনা মোতাবেক আমরা কাজ করেছি। ওয়েবসাইটটি তৈরি করতে আমরা ( HTML, CSS, JavaScript, Leaflet ) সহ বেশ কয়েকটি প্রযুক্তি ব্যবহার করেছি। ভবিষ্যতে ওয়েবসাইটটি আরও উন্নত করা হবে।


/আসিফ ইকবাল
Cookie Consent
We serve cookies on this site to optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.