বেরোবি সংবাদদাতা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম,হাসনাত আব্দুল্লাহ কে রংপুরে প্রবেশ করতে না দেয়ার হুশিয়ার দিয়ে জাতীয় পার্টির বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রোমান বকশি বলেন,জাতীয়পার্টি হীন মন্তব্য করেছে
বৈষমম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের কে নিয়ে তা অনতিবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে প্রত্যক্ষভাবে ক্ষমা চাইতে হবে।
রহমত আলী বলেন,
কেউ যদি বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের অন্যতম সমান নায়কদের কে নিয়ে যাদের জাতীয়পার্টি যে প্রহসনমূলক বক্তব্য দিয়েছে অবিলম্বে প্রত্যাখ্যান করে নেবে ।
যদি না করা হয় তাহলে সাধারণ জনগণকে নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর প্রতিবাদ গড়ে তুলবে।
জীবন প্রধান ওহী বলেন, "সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের স্বৈরাচার মুক্ত করার অন্যতম নায়ক হিসেবে বিবেচিত। তারা দেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আয়োজন করে চলেছেন, যা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। এরকম অসঙ্গত আচরণ এবং বৈষম্যমূলক বক্তব্য আমরা কোনভাবেই মেনে নিতে পারি না। এসব কথার অবশ্যই তাদের জবাব দিতে হবে। আমরা জানি, জাতীয় পার্টি রাজনৈতিক স্বার্থে মানুষকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে এবং নিষ্পেষিত করেছে। আমরা দাবি করছি, জাতীয় পার্টি অতি দ্রুত তাদের বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার করুক এবং জনগণের প্রতি তাদের জবাবদিহিতার নীতি মেনে চলুক।"
উল্লেখ্য যে, রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছিলেন , ‘জাতীয় পার্টিকে রাজনৈতিক সংলাপে না ডাকতে ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম যে ঘোষণা দিয়েছে- তারা রংপুরে আসতে পারবে না। যার যা কিছু আছে তাই নিয়ে এই রংপুরের পার্টি অফিসে বসে থাকবেন। আমরা দেখিয়ে দিতে চাই, রংপুরে জাতীয় পার্টির শক্তি কতটুকু। যদি এই আন্দোলনকে আমরা জনস্রোত করতে না পারি তাহলে জাতীয় পার্টি থেকে নাকে খত দিয়ে চলে যাবো।’
/সাজ্জাদুর রহমান