ইয়াসির আরাফাত, বশেফমুবিপ্রবি: জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্মাতক(সম্মান) ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়৷
সোমবার (২৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান।
আয়োজক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশিদুল ইসলাম, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদীকুর রহমান, এবং নূরুন্নাহার বেগম হলের প্রভোস্ট ড. মৌসুমী আক্তার প্রমুখ৷
অনুষ্ঠানের সূচনাতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়৷
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক নবীন শিক্ষার্থী বলেন, “এই আয়োজন আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক অপেক্ষার পর কল্পনার সেই দিনে পৌঁছেছি। খুবই ভালো লাগছে। আজকের দিনটি স্মৃতির পাতায় অন্যরকম ভাবে স্মরণীয় হয়ে থাকবে।”
এছাড়া বিশ্ববিদ্যালয় নবীন বরন অনুষ্ঠান উপলক্ষে ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থানের সকল চিত্র প্রদর্শনী করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করা আন্দোলনের চিত্রও দেখা যায়।