ববি সাংবাদিক সমিতির প্রীতি ক্রিকেট ম্যাচ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ববি সাংবাদিক সমিতির  প্রীতি ক্রিকেট ম্যাচ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)সাংবাদিক সমিতি তাদের বার্ষিক প্রীতি ক্রিকেট ম্যাচ ও বনভোজন আয়োজনের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।

এই আয়োজনটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ( ২১ নভেম্বর)বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে। বিকালে প্রীতি ক্রিকেট ম্যাচের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এতে সাংবাদিক সমিতির সদস্যরা দুটি দলে বিভক্ত হয়ে অংশ নেন। টানটান উত্তেজনায় ভরপুর এ ম্যাচে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকরাও দারুণ উপভোগ করেন। শেষ পর্যন্ত, বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রেখে খেলা সমাপ্ত হয়।

খেলার পরে সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ক‍্যাফেটেরিয়ায় বনভোজনে যোগ দেন। সেখানে বিভিন্ন মজাদার খাবার,  এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই আয়োজনে সমিতির সদস্যরা তাদের কর্মব্যস্ত জীবনের বাইরে কিছুটা আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ পান।

ববি সাংবাদিক সমিতির সভাপতি জাকির হোসেন  বলেন, সাংবাদিকতার পাশাপাশি সদস্যদের মেধা ও মননের বিকাশ সাধনের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ৷আমরা চেয়েছি সমিতির সদস্যদের মধ্যে লেখালেখির পাশাপাশি  ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাক সেজন্য এমন আয়োজন৷

এ আয়োজনটি শিক্ষার্থী ও সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধন আরও শক্তিশালী করার পাশাপাশি স্মরণীয় এক দিন উপহার দিয়েছে।
নবীনতর পূর্বতন