পাবিপ্রবি প্রতিনিধি: জুলাই বিপ্লবে পাবনায় শহীদ হওয়া মাহবুব হাসান নিলয়ের নামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজ শনিবার (২৩ নভেম্বর) বিকেল তিনটায় টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল।
দুপুর আড়াইটায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শহীদ মাহবুব হাসান নিলয়ের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া করা হয়। এরপর শারিরীক শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক এনামুল হক এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আমিরুল ইসলাম মীরু। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বক্তব্য দেন।
উপাচার্য তার বক্তব্যে বলেন, 'আমি শহীদ নিলয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবার যেন শোক কাটিয়ে উঠতে পারে সেই দোয়া করছি। বিগত সময়ে ফ্যাসিস্ট একটা সরকার ছিল যারা জনগণের আশা আকাঙ্ক্ষার পূরণ করতে পারেনি। যার কারণে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের বিদায় নিতে হয়েছে। আগামীতেও যারা সরকারে আসবে তাদেরকে জনগনের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, না হলে সরকারে টিকে থাকা কঠিন।'
তিনি আরো বলেন, 'বিশ্ববিদ্যালয়ে আমরা প্রাণ ফেরাতে চেষ্টা করেছি। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় যেন প্রাণ ফিরে এসেছে। খেলায় যেন কোন অপ্রিয়কর ঘটনা না ঘটে সে জন্য আমি সবাইকে অনুরোধ করবো। যদি অপ্রিয়কর ঘটনা ঘটে তাহলে শহীদকে অপমান করা হবে। আর প্রত্যেক মানুষের উচিত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা। পরিশ্রমের বিকল্প নাই। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী সবাইকে পরিশ্রম করতে হবে। সবার কাছে আমার এটাই প্রত্যাশা।'
বক্তব্য শেষে উপাচার্য ফুটবল কিকের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। ২১ বিভাগকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টে মোট ২০টি খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৭ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের ইতি হবে। প্রথম দিনের খেলায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ অংশগ্রহণ করেন।
উক্ত খেলায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ৩-২ গোলের ব্যাবধানে জয়লাভ করে। খেলা শেষে দুই দলের ক্যাপ্টেন বক্তব্য প্রদান করেন। সেই সাথে ম্যাচসেরা পুরষ্কার হাতে তুলে দেন মাননীয় উপাচার্য মহাদয়।