নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করলো বেরোবি সাংবাদিকতা বিভাগ

নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করলো বেরোবি সাংবাদিকতা বিভাগ
বেরোবি সংবাদদাতা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। প্রথম বর্ষে ভর্তি হওয়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতেই এই আয়োজন।

রবিবার (০৩নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কবি হেয়াত মামুদ ভবনের ২০৭ নাম্বার কক্ষে এই অনুষ্ঠান শুরু হয়৷

 অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন একই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, সহযোগী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ রহমতুল্লাহ, সহকারী অধ্যাপক সারোয়ার আহমেদ, সহকারী অধ্যাপক নিয়ামুন নাহার , সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, প্রভাষক সহিবুর রহমান, প্রভাষক বিউটি মন্ডল সহ বিভাগের নবীন শিক্ষার্থী ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
নবীনতর পূর্বতন