আবদুল্লাহ আল তৌহিদ, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মতবিনিময় সভার ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়েছে সচেতন ছাত্রসমাজের ব্যানারে নোবিপ্রবি শিক্ষার্থীরা।
রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা সত্ত্বেও ছাত্রদলের এমন কর্মসূচির প্রতিবাদ করে শিক্ষার্থীরা।
রবিবার ৩ নভেম্বর সকাল ১০.৩০ এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ৫দফা দাবি জানায়।দাবি গুলো হলো-
১. ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না তা নির্ধারণ করবে সাধারণ শিক্ষার্থীরা, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য অতি দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র, শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ সকল নীতি-নির্ধারকদের সমন্বয়ে একটি উন্মুক্ত সেমিনারের ব্যবস্থা করতে হবে। যার প্রেক্ষিতে ছাত্র রাজনীতি সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে।
২. যতদিন না উপরের (১) নং দাবি বাস্তবায়ন করা হবে ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি পরিচালনা কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. বিগত স্বৈরাচারের শাসনে ক্যাম্পাসে সন্ত্রাস সৃষ্টিকারী সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. বর্তমানে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পরিকল্পনাকারী, মদদ দাতা, সন্ত্রাসী ছাত্রলীগকে আশ্রয় প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. সর্বোপরি, ক্যাম্পাস কে সাধারণ শিক্ষার্থীদের উপযোগী করে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে।
উল্লেখ্য সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা অনুসারে পূর্ব ঘোষিত কর্মসূচি সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে।