বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বীর শহীদ আবু সাঈদের নামে আন্ত;বিভাগ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
৩০ নভেম্বর দুপুর ৩ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ২নং ফুটবল মাঠে খেলার উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
এতে ২২ টি বিভাগের ছেলে ও মেয়েদের দল অংশগ্রহণ করে।পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
উপাচার্য ড.শওকত আলী বলেন,প্রথমেই আমি সেসকল 'শহীদদের কথা স্মরণ করছি যারা জুলাই বিপ্লবে আহত ও নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শহীদ আবু সাঈদের নামে ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের জন্য প্রস্তাব এসেছিলো আমরা তা গ্রহণ করি।আমরা দ্রুত খেলা শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করি।যে খেলাধুলার চর্চা করে সে কিন্তু পড়াশোনায় ভালো করতে পারে।পড়াশোনার পাশাপাশি যারা অতিরিক্ত একটিভিতে থাকতে পারে সে সমাজে সকল স্থান দখল করতে পারে।আমরা বিশ্ববিদ্যালয়ে ত্রিকেট ফুটবল সহ সকল প্রকার খেলাধুলার ব্যাবস্থা করব।
এসময় উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্র উপদেষ্টা,শারীরিক শিক্ষা পরিচালক প্রক্টর,প্রভোস্ট সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।