জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারিতে নিতে চায় কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজ রোববার (১ ডিসেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির সভা ডাকা হয়েছে। এতে ভর্তি পরীক্ষার তারিখসহ অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান শনিবার (৩০ নভেম্বর) দ্যা ডেইলি পাবলিকিয়ানকে এ তথ্য জানান। তিনি বলেন, রোববার ভর্তি পরীক্ষার কমিটির সভা ডাকা হয়েছে। এদিন ভর্তি পরীক্ষার তারিখসহ সবকিছু চূড়ান্ত করা হবে। আমরা জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে পরীক্ষা নিতে চাই। তবে ভর্তি কমিটির সভায় সবকিছু চূড়ান্ত করা হবে।
এর আগে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ২৪ নভেম্বর এ সভা ডাকা হয়েছিল। তবে সে সময় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ভর্তি কমিটির সভা স্থগিত করা হয়। এরপর নতুন করে এ তারিখ নির্ধারণ করা হলো।