ঢাবিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে গণজুতা নিক্ষেপ

ঢাবিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে গণজুতা নিক্ষেপ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ব্যানারে স্বৈরাচার শেখ হাসিনার প্রতিকৃতিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঘৃণাস্তম্ভে হাসিনার পুনর্অঙ্কিত প্রতিকৃতিতে এমন জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে।

শিশু, বৃদ্ধ, নারী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল এ অনুষ্ঠানে।

এ সময় তারা ‘জুতা মারো তালে তালে, খুনি হাসিনার দুই গালে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা’, ‘একটা একটা লীগ ধর-ধইরা ধইরা জেলে ভর’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

এ সময় বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, ‘জুলাই আন্দোলনের গ্রাফিতি যারা মুছে দিয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। আজকে আমরা দেখেছি, শেখ হাসিনার প্রতি মানুষের যে ক্ষোভ, সেটা আবার নতুন করে দেশবাসী দেখল। খুনি হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি বাকশালী মুজিবের যে ঘৃণাস্তম্ভ ছিল, সেটাও ফিরিয়ে আনতে হবে।’

উপস্থিত জনতার মধ্য থেকে সাজু নামের একজন বলেন, ‘জুতা নিক্ষেপ করে এই বার্তায় ছড়িয়ে দিচ্ছি যে এখনো বর্তমান রাজনৈতিক নেতারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, কিন্তু আমরা তাদের মনে করিয়ে দিতে চাই যে এখনো শেখ হাসিনাকে মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে ‘

শিক্ষার্থীদের চাপের মুখে গতকাল রবিবার রাতে শেখ হাসিনার প্রতিকৃতিটি বিশ্ববিদ্যালয়ের খরচে আবার অঙ্কন করা হয়। এর আগে গত ২৮ ডিসেম্বর এনএসআইয়ের অনুরোধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমতিতে জুলাই আন্দোলনের অন্যতম স্মৃতি ঘৃণাস্তম্ভটি থেকে শেখ হাসিনার গ্রাফিতির কিয়দংশ মুছে ফেলে সিটি কর্পোরেশনের কর্মীরা।
নবীনতর পূর্বতন