বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যারিয়ার ক্লাব আয়োজিত ‘ক্যারিয়ার এজ ২০২৪’ প্রতিযোগিতায় ‘ক্রিয়েটিভ সেগমেন্ট’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগের, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আহমেদ ফারহান জাওয়াদ।
উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগীদের মধ্যে থেকে ফারহান তার সৃজনশীল দক্ষতা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে নিজেকে সেরা প্রমাণ করেছেন। তিন দিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিভিন্ন কর্মশালা ও হ্যাকাথনের মাধ্যমে তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান। এসময়ে ফারহান নিজেকে উদ্ভাবনী চিন্তাভাবনা এবং কার্যকর সমাধানের ক্ষেত্রে অনন্য হিসেবে তুলে ধরেন।
পিএমএল ০৫ ব্যাচের শিক্ষার্থী আহমেদ ফারহান জাওয়াদ তার ব্যাচের মধ্যেও একজন মেধাবী এবং অনুপ্রেরণাদায়ী সদস্য হিসেবে পরিচিত। ক্লাসরুমে তাঁর নেতৃত্ব এবং একাডেমিক সাফল্য তাকে সবসময় আলাদাভাবে চিনিয়ে দিয়েছে। ফারহানের পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সৃজনশীল চিন্তাশক্তি তাকে এই প্রতিযোগিতায় জিততে সহায়তা করেছে।
ফারহানের এই সাফল্যে সমগ্র মেরিটাইম পরিবার এবং বিশেষ করে শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদ ভীষণ ভাবে গর্বিত। তাঁর এই অর্জন শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং নিজেদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করতে।
এ প্রসঙ্গে আহমেদ ফারহান বলেন, “এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাওয়া আমার জন্য ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। সৃজনশীল দক্ষতা প্রমাণ করার পাশাপাশি শিল্পের বিশেষজ্ঞদের কাছ থেকে শিখতে পেরে আমি খুবই কৃতজ্ঞ। এই অর্জন আমার ব্যাচ এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে।”
বিইউপির ক্যারিয়ার ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতাটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম। এতে অংশগ্রহণকারীরা তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে প্রাসঙ্গিক দক্ষতা অর্জনের সুযোগ পান।
ফারহানের এই অর্জনে তার সহপাঠীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।