কুয়েট প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিআর্ক ও বিইউআরপি কোর্সে তিনটি অনুষদের ১৬ টি ডিপার্টমেন্টের ১০৬৫ টি আসনের বিপরীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন শেষে ২৪ হাজার ৫শ ২৭ জন কে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।
আগামী ১১ই জানুয়ারি, ২০২৫ চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বেড়িয়ে আসার পর আবারো একক ভাবে পরীক্ষা নিতে যাচ্ছে কুয়েট।
আবেদনকারীর ভর্তি পরীক্ষার রোল নম্বর, সংশ্লিষ্ট কেন্দ্র, কক্ষ নম্বর ভিত্তিক আসন বিন্যাস পরবর্তীতে প্রকাশ করা হবে। ৩০শে ডিসেম্বর,২০২৪ প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম (সভাপতি, ভর্তি কমিটি ২০২৪-২৫) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য https://adm.kuet.ac.bd/ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
/সাবিদ ইবনে নূর