লিও ক্লাবের উদ্যোগে বাকৃবিতে 'রিপোর্ট এন্ড রিপোর্টিং' শীর্ষক কর্মশালা

লিও ক্লাবের উদ্যোগে বাকৃবিতে 'রিপোর্ট এন্ড রিপোর্টিং' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) লিও ক্লাবের উদ্যোগে 'রিপোর্ট এন্ড রিপোর্টিং' বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের গ্যালারিতে এ কর্মশালার আয়োজন করা হয়।

লিও ক্লাবের সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সৈকতের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাকৃবি প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. কে এইচ এম নাজমুল হোসাইন নাজির ও কর্মশালার প্রধান বক্তা হিসেবে ছিলেন সময় টিভির সিনিয়র সাব-এডিটর আবু তাহের টুটন। 

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের দেশি ও বিদেশি ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা দৈনন্দিন জীবনে সুন্দরভাবে উপস্থাপনে রিপোর্টিং স্কিলের উপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় প্রধান বক্তার হাতে কলমে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর এবং মুক্ত আলোচনার মাধ্যমে তাদের চিন্তা ভাবনা ও জিজ্ঞাসাগুলো তুলে ধরেন। শিক্ষার্থীদেরকে কয়েকটি গ্রুপে ভাগ করে রিপোর্টিং টাস্ক এবং গ্রুপ পারফরম্যান্স মার্কিং করা হয়। 

অনুষ্ঠান শেষে বক্তারা এমন কর্মশালা আরো বেশি আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।
নবীনতর পূর্বতন