আবদুল্লাহ আল তৌহিদ, নোবিপ্রবি প্রতিনিধি:
বিজয় দিবস ২০২৪ উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নোবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড.মুহাম্মদ ইসমাইল, নোবিপ্রবিসাসের সভাপতি ইমাম হোসেন মিয়াজি, সাধারণ সম্পাদক নুমান রাশেদ, সহ -সভাপতি ফাহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম, দপ্তর সম্পাদক নাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মুদাচ্ছির নাসিফ, পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল তৌহিদ, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মো: হোসাইন, নিয়াজ উদ্দিন ও সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে নোবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোবিপ্রবিসাসের সাধারন সম্পাদক নুমান রাশেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ইমাম হোসেন মিয়াজি। এসময় নোবিপ্রবিসাসের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।